ইউক্রেন সরকারে রদবদল, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ২১: ৫৮
তিন বছর আগে ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর নিজ প্রশাসনে সবচেয়ে বড় রদবদল করলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই রদবদলের মধ্যে একজন নতুন প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাকে নিয়োগ দিয়েছেন তিনি।
তিন বছর আগে ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর নিজ প্রশাসনে সবচেয়ে বড় রদবদল করলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই রদবদলের মধ্যে একজন নতুন প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাকে নিয়োগ দিয়েছেন তিনি।
ইউলিয়া সিভিরিদেঙ্কো নামে ৩৯ বছর বয়সি উপপ্রধানমন্ত্রীকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর দায়িত্ব। এর ফলে ডেনিশ শ্যামিহালের স্থলাভিষিক্ত হলেন তিনি। শ্যামিহাল ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার পার্লামেন্টের অনুমোদনের পর ইউলিয়াকে এ পদে নিয়োগ দেওয়া হলো।
ইউলিয়া উপপ্রধানমন্ত্রী ছাড়াও অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্ব পালনের সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়। এই বছরের শুরুতে ওয়াশিংটন এবং কিয়েভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি নিয়ে আলোচনার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছিল তাকে, যা ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে সম্পর্কের বরফ গলাতে পেরেছিল।
দায়িত্ব গ্রহণের পর ইউলিয়া সামাজিক মাধ্যমে বলেছেন, তিনি দেশীয় অস্ত্রের উৎপাদন এবং সশস্ত্র বাহিনীর শক্তি বাড়ানোর পাশাপাশি অর্থনীতিকে মজবুত করবেন।
এদিকে, ৫০ বছর বয়সি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা তান নিজ পদে বহাল থাকবেন। তবে বিদায়ি আইনমন্ত্রী ৩৯ বছর বয়সি ওলগা স্টেফানিশিনাকে নিয়োগ দিয়েছেন আমেরিকায় পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে। স্টেফানিশিনার ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে সাম্প্রতিক খনিজ চুক্তি নিয়ে আলোচনায়ও ভূমিকা পালন করেছেন।
এদিকে, ইউক্রেন থেকে নিক্ষেপ করা ৭৩টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাতে মস্কোসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিক্ষেপ করা ড্রোন ভূপাতিত করেছে তারা। এর মধ্যে ৩১টি ছিল ইউক্রেন সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে।
বিষয়:
অর্থনীতি
প্রধানমন্ত্রী
ইউক্রেন
ইউক্রেন সরকারে রদবদল, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ২১: ৫৮
NewsBD2727
0
Post a Comment