গোটা জাতি হতভম্ব, বাকরুদ্ধ: প্রধান উপদেষ্টা

 

গোটা জাতি হতভম্ব, বাকরুদ্ধ: প্রধান উপদেষ্টা



মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অজানা শিশুটির মুখ সবার চোখের সামনে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব, বাকরুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। সোমবার রাতে এক ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি।

ভিডিওবার্তার শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, আমার বলার কোনো ভাষা নেই। কীভাবে শুরু করবো, বুঝতে পারছি না। সারা দেশের মানুষ এজকে হতবাক। এই রকমন একটা ঘটনা ঘটতে পারে— আমরা কেউ কল্পনা করতে পারিনি, কারো ধারণা ছিল না। এই অবিশ্বাস্য জিনিস আমাদের হঠাৎ করে বরণ করতে হয়েছে।

তিনি বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কচি শিশুদের ওপর ঝাপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরলো। তাদের মা-বাবাকে আমরা কী জবাব দিবো! কী বলবো তাদেরকে! আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না। অজানা শিশুটির মুখ সবার চোখের সামনে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব, বাকরুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে।

এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, এখনো হাসপাতালে লাশ আসছে, এখনো হাসপাতালে মারা যাচ্ছে। মা-বাবারা তাদের সন্তানকে খুঁজছে, তাকে আর কোনো দিন চেনা যাবে কিনা! যাদের লাশ দেখছি, তাদের মধ্যে আমার সন্তান আছে কিনা। পুথক করার তো কোনো উপায় নেই।


Post a Comment

Previous Post Next Post