‘দীর্ঘ আলোচনার সুযোগ নেই, সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে’

‘দীর্ঘ আলোচনার সুযোগ নেই, সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে’
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, হাতে সময় কম, কিছু বিষয়ে ঐকমত্য না হলে এগোনো যাবে না। দীর্ঘ আলোচনার করার সুযোগ নেই, সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সোমবার বেলা সোয়া ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরুর আগে সূচনা বক্তব্যে তিনি একথা জানান। ১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বিষয়ে কারও দ্বিমত থাকলে সনদে সেটিও উল্লেখ করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন।

Post a Comment

Previous Post Next Post